ময়মনসিংহ সদরের নাসিরাবাদ কলেজ রোডে হতে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ ২৯০৫০/-টাকাসহ এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
সোমবার সকালে র্যাব এর ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম বাবুর নেতৃতে ময়মনসিংহ সদরের আকুয়া উত্তরপাড়া নাসিরাবাদ কলেজ রোড থেকে নূরুল হক (৫০) কে গ্রেফতার করে। এসময় ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২৯০৫০/-টাকা ও ০১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।