ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মিটুন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করে গতকাল রোববার (২২ মার্চ )ময়মনসিংহ কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামের আতাবুর রহমানের ছেলে মিটুন একই গ্রামের বাসিন্দা ও মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিটুন ঐ শিক্ষার্থীকে কথা আছে বলে বাড়ির উঠান থেকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শনিবার ঐ শিক্ষার্থীর বাবা গফরগাঁও থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, অভিযুক্ত আসামি মিটুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কারাগারে প্রেরণ করা হয়েছে।