ঢাকাFriday , 23 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সারাদিনে ঠিক কতটা প্রয়োজন হয় হলুদ?

Link Copied!

হলুদ, তা কাঁচা হোক বা গুড়ো৷ সবসময়ই এই হলুদের প্রয়োজনীয়তা রয়েছে৷ বহু রোগের উপশম ঘটে এই হলুদের মাধ্যমে৷ কিন্তু হলুদেরও একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার মাত্রা রয়েছে৷ আর সেটা জানা সবচেয়ে প্রথম দরকার৷ প্রতিদিনই রান্নায় কমবেশি ব্যবহার করা হয় হলুদ৷

তবে রোজদিনই একই মাত্রা ব্যবহার করা হয় না৷ কোনও দিন একটু বেশি তো কোনও দিন একটু কম৷ তবে বিশেষজ্ঞদের মতে এভাবে হলুদের ব্যবহার ক্ষতি করতে পারে আপনার স্বাস্থ্যের৷ তাই প্রয়োজন এই হলুদ ব্যবহারের সঠিক মাপকাঠি জানার৷

কেউ কেউ হলুদের গুণাগুণ পেতে গিয়ে রান্নার পাশাপাশি দুধে হলুদ গুলে খেয়ে থাকেন৷ আবার কেউ কেউ লিকুইড টারমেরিক ক্যাপসুল কিনে খেয়ে থাকে৷ কোন পদ্ধতি শরীরের পক্ষে ভালো তা না জেনেই এইসব পথ অবলম্বন করেন তারা৷

এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, রান্নায় হলুদ খেলে তার পরিমান ও দুধের সঙ্গে খাওয়া হলুদের পরিমান বা ক্যাপসুলে থাকা হলুদের পরিমাণ আগে জানা দরকার৷ তারপর একজন সুস্থ মানুষের দেহে ঠিক কতটা পরিমান হলুদ প্রয়োজন সেি অনুযায়ী হলুদ খাওয়া দরকার৷

সাধারণত অ্যান্টিসেপ্টক বলে হলুদ খাওয়া হয়৷ আর এই হলুদের মধ্যে থাকে কারুকুমিন৷ যা প্রধানত অ্যান্টি-ইনফ্ল্যামারেটিক হিসেবে ব্যবহৃত হয়৷ উল্লেখ্য বিষয়টি হল, কারকুমিন শুধুমাত্র হলুদের একটি ছোট অংশ।

সুতরাং, অ্যান্টি-ইনফ্ল্যামারেটিক প্রভাব পেতে হলে, প্রতিদিন প্রায় ৫০০ থেকে ১০০০ মিলিগ্রামের কারুকুমিন পেতে হবে৷ আর এি মাপ সঠিক ভাবে পেতে গেলে জেনে নিতে হবে বিশেষ কিছু তথ্য৷ একটি সাধারণ চা-চামচে হলুদ নিলে তাতে ২০০ মিলিগ্রাম কারকুমিন পাওয়া যায়৷ আর একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দিনে প্রয়োজন হয় ৫০০ থেকে ১০০০ মিলিগ্রাম৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।