করোনা সন্দেহে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু

করোনা ভাইরাস

ছবি : ইন্টারনেট অবলম্বনে

আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল)। তিনি সম্প্রতি যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন।

আজ রোববার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোররাত চারটার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। প্রায় ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্টে ভোগার পর ২০ মার্চ ওই নারী এই হাসপাতালে ভর্তি হন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট করা হয়েছে।

উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করার জন্য আজ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের সিলেটে আসার কথা ছিল। কিন্তু এর আগেই তাঁর মৃত্যু হলো। এরপরও তাঁর নমুনা সংগ্রহ করা হবে।

আইইডিসিআর বলছে, করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।

Share this post

scroll to top