পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।
সিন্ধ পুলিশ ও দেশটির সেনাবাহিনীর সূত্রে ডন জানিয়েছে, আক্রমণকারীদের সাথে সংঘর্ষে দুই পুলিশ সদস্য ও এক সাধারণ নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে গুলি বিনিময়ে তিন দুর্বৃত্তও নিহত হয়েছেন।
ডন নিউজ টিভি সূত্রে প্রকাশ, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকাটি গুলির শব্দ পাওয়া যায়। সূত্রটিতে আরো প্রকাশ, মারাত্মক আহত অজ্ঞাতপরিচয় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আমির আহমেদ শেখ জানিয়েছেন, গোলাগুলি থেমে গেছে এবং এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।