না’গঞ্জে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি

নারায়ণগঞ্জের আড়াইহাজার কাঁচাবাজারে নিজে উপস্থিত থেকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করালেন ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন আড়ৎদার ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে এ পদক্ষেপ নেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আড়াইহাজার বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই আড়াইহাজার বাজারে করোনার আতঙ্কের কথা বলে ৪০ টাকার পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে বিক্রেতারা। খবর পেয়ে অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এসময় পেঁয়াজের দাম আবারো ৪০ টাকায় বিক্রি শুরু করেন তারা।

স্থানীয়দের সূত্রে আরো জানা যায়, আড়ৎদার নাজমুল অনেক পেঁয়াজ মজুদ করেছেন ও বেশি মূল্যে বিক্রি করছিলেন। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি তা অস্বীকার করেন ও তাদের সামনে ৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন নিজে দাঁড়িয়ে থেকে বিক্রেতাদের দিয়ে ৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করান।

তিনি উপজেলার শান্তিবাজার, গোপালদী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন জানিয়েছেন, করোনার আতঙ্ক ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি ও অতিরিক্ত মজুদের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান চলবে। কেউ কোনো পণ্যের দাম বেশি রাখলে বা মজুদদারি করলে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

Share this post

scroll to top