ময়মনসিংহে ৩৮৮ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

Corona Mymensinghময়মনসিংহে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত ৭৯ জনসহ ৩৮৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম।

এদিকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও মোকাবেলায় রোববার থেকে খাবার হোটেল ও ঔষধের দোকান ব্যতিত ময়মনসিংহ নগরীর সকল প্রকার দোকানপাট ও শপিংমল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

এছাড়া নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা ৭টা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে। শনিবার বিকেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি আমিনুল হক শামীম এসব তথ্য জানান।

Share this post

scroll to top