গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় হোম কোয়ারন্টোইনে আছেন বিদেশফরেত ১২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট হোম কোয়ারন্টোইনে অবস্থানের সংখা দাঁড়ালো ৭৪৬ জন।
রংপুর স্বাস্থ্য বভিাগরে সহকারী পরচিালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী জানয়িছেন, শনিবার সকাল ৬টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ৭৪৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে গত ২৪ ঘন্টাতেই গেছেন ১১৮ জন।
কোয়ারেন্টাইনে আছেন রংপুরে ১৮১ জন, পঞ্চগড়ে ২৮ জন, নীলফামারীতে ১১৯ জন, লালমনিরহাটে ৭২ জন, কুড়গ্রিামে ১২৮ জন, ঠাকুরগাঁওয়ে ৭৪ জন, দিনাজপুরে ৬২ জন ও গাইবান্ধায় ১১৬ জন। এছাড়া ৫০ জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।