টাঙ্গাইলে বাল্য বিয়ের দায়ে মেয়ের বাবাকে অর্থদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা আবুল কালামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, শনিবার সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসডিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্য বিয়ের প্রস্তুতি চলছিলো। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও মাকে ধরে আনেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, অপ্রাপ্ত মেয়েকে বিয়ে দেওয়ায় বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share this post

scroll to top