বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল বিজ্ঞানী, বিশিষ্ট উদ্ভিদ প্রজননবিদ ও কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-২ অধিশাখার এক অফিস আদেশে তাকে মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। এছাড়া তিনি বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৬৫ সালের ২০ মে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন আগচারান গ্রামে ঐতিহ্যবাহী এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর সহধর্মিনী ড. শামছুন্নাহার বেগম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে একই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।