বাকৃবিতে করোনার সংক্রমণ প্রতিরোধে ছাত্র ফ্রন্টের ৩ দফা দাবি

BAKRINI NEWSকরোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে তিন দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানকে স্বারকলিপি দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখা। বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে ওই স্বারকলিপি দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক উপস্থিত ছিলেন।

দাবি তিনটি হলো, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে আসার পর সংক্রমণের লক্ষণ আছে এমন শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা, করোনায় আক্রান্ত হলে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট করে চিকিৎসার ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের খাবারের হোটেলগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গতকাল বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Share this post

scroll to top