ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারী নির্দেশনা মত হোম কোয়ারেন্টাইনে না গিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করায় সুরুজ আলী (৪০) নামে মালেশিয়া ফেরত এক ব্যক্তিকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার ঐ প্রবাসীকে ৮দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের জেলের দন্ড প্রদান করেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার বলেন, উপজেলার কাতলাসেন গ্রামের মন্নেছ আলীর পুত্র সুরুজ আলী গত ১২ মার্চ মালেশিয়া থেকে বাড়িতে আসেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাকে বার বার বলার পরও সে হোম কোয়ারেন্টাইনে না গিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করতে থাকেন। বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে শাস্তি প্রদান করা হয়।
তাকে বিধি অনুযায়ী ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।