ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাত পরিচয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ২ বছর। বৃহস্পতিবার গৌরীপুর-ভৈরব রেলপথে উপজেলার পৌর শহরের ২নং রেলক্রসিং এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুর মরদেহটি কাপড়ে মোড়ানো অবস্থায় একেবারে উত্তর-দক্ষিণমুখী করে রাখা ছিল। তার গায়ে কোনো আঘাতের চিহ্নও ছিল না বলে জানায় পুলিশ।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, রেললাইন থেকে প্রায় ১৪ ফুট দূরত্বে পৌর শহরের বাড়িওয়ালাপাড়া থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর পরিচয় জানা যায়নি। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, মৃত বাচ্চাটিকেই কোনো পরিবার এখানে ফেলে রেখে গেছে।
শিশুটিকে কাপড়ে মোড়ানো অবস্থায় একেবারে উত্তর-দক্ষিণমুখী করে মরদেহটি রাখায় এলাকাবাসীর ধারণা, মারা যাওয়ার পরই শিশুটিকে এ স্থানে রেখে গেছে।