ময়মনসিংহে প্রবাসী ১১৯জনকে হোম কোয়ারোন্টাইনে রাখা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের দেহে করোনা ভাইরাস আছে কিনা তা যাচাইয়ের জন্য হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয় তাদের সংস্পর্শে আসা অন্যদেরও রাখা হচ্ছে এই ব্যবস্থায়।
বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত ময়মনসিংহে ১১৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউর আলম।