বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে বাইসাইকেল পেয়েছে গ্রাম পুলিশের সদস্যরা । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুজিব বর্ষের উপহারস্বরূপ উপজেলার সাত ইউনিয়নের ৭১ জন গ্রাম পুলিশের মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি ।
গ্রামীণ পর্যায়ের জনজীবনের নানারকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন গ্রাম পুলিশের সদস্যরা । গ্রামের এই বাড়ি থেকে ওই বাড়ি সকল স্তরেই ছুটে চলেন এই গ্রামীণ পুলিশরা। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও সরকারী নানারকম গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা মিলে তাদের । তবে গ্রামের সড়ক ব্যবস্থা ভাল না থাকায় অনেক সময় যাতায়াতের বেগ পেতে হয় তাদের । তাই তাদের যাতায়াত সহজ করতেই মুজিব বর্ষের উপহার স্বরূপ তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার, সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল হান্নান সহ উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটেঁ দিনটির সূচনা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয় ।
গ্রাম পুলিশ সদস্য আব্দুল মজিদ জানায়, এই সাইকেল আমাদের চলাচলের অনেক সুবিধা করে দিয়েছে। আগে পায়ে হেঁটে গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে হতো কিন্তু এখন সাইকেল থাকায় সহজেই আমরা সকল যাতায়াত করতে পারবো ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম জানায়, মুজিব বর্ষের উপহার হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে । আর এই সাইকেল তাদের কাজের গতি আরো বৃদ্ধি করবে । আগে যেখানে পায়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হতো এখন সহজেই তারা সাইকেল দিয়ে গ্রামের সারা গ্রামে ঘুরতে পারবে । এতে করে গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যাপক উন্নতি ঘটবে।