মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ময়মনসিংহে চলছে সড়ক নির্মাণের কাজ। সড়ক বিভাগ ও বিদ্যুৎ বিভাগ দুষছে পরস্পরকে।
নেত্রকোণা থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত নির্মাণাধীন সড়কটির মাঝখানে অর্ধশতাধিক খুঁটি রেখে কাজ করতে দেখা গেছে।
নির্মাণ ঠিকাদার হোসেন আহমেদ পান্না অভিযোগ করেন, খুঁটি সরানোর জন্য একাধিকবার আবেদনের পাশাপাশি মোখিকভাবে জানিয়েও তারা কোনো সাড়া পাননি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ করতে হবে বলে তারা খুঁটি রেখেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
২৬১ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।
নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম বলেন, খুঁটিগুলো সরানোর জন্য পল্লী বিদ্যুৎকে টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু এখনও তারা খুঁটিগুলো সরাননি। এতে নির্মাণকাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
পল্লী বিদ্যুৎ কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর মহাব্যবস্থাপক সোহেল পারভেজ বলেন, “সওজ খুঁটি সরানোর ব্যয় পরিশোধ করেছে কিনা এ বিষয়টি আমার জানা নেই। ফাইল দেখে ব্যবস্থা নেব।”
এ বিষয়ে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেন, “রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে কাজ করা ঠিক হয়নি। খুব শিগগিরই খুঁটি সরানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা করা হবে।”