ময়মনসিংহে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় গ্রেফতার ১

ফেসবুকে মুজিববর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গাত্বক ভিডিও পোষ্ট করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৭ই মার্চ) সকালে, শহরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু সালেহ সোলাইমান শামীম। আবু সালেহ সোলাইমান শামীম (৪২) সদর উপজেলার গোহাইলকান্দি খলিফাবাড়ি এলাকার আবু তালহার ছেলে।

পুলিশ জানায়, সোলাইমান শামীম তার আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিববর্ষে বছরব্যাপি অনুষ্ঠান নিয়ে ব্যাঙ্গাত্বক ভিডিও পোষ্ট করে প্রোপাগান্ডা চালাচ্ছিলো এবং ফেসবুকে মুজিববর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গাত্বক ভিডিও পোষ্ট করে।

বিষযটি আইন শৃঙ্খলাবাহিনীর নজরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে সোলাইমান শামীমকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সূত্র: ডিবিসি

Share this post

scroll to top