ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সার্কিট হাউস মাঠে একশবার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। পরে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বিভাগীয় ও জেলা প্রশাসন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামজিক সংগঠন।