দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২জনের নামে ডিজিটাল আইনে মিথ্যা মামলা প্রত্যাহার, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও কারাদন্ডের প্রতিবাদ এবং নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।
সোমবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউল আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারন সম্পাদক তোফাজ্জাল হোসেন, ফটো জার্নালিষ্ট অ্যাসেসিয়েশনের সভাপতি নজীব আশরাফ, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল আহসান ও ময়মনসিংহ লাইভের সম্পাদক আব্দুল কাইয়ুম।
এসময় সিরাজুল হক সরকার (জনতা), সাজ্জাতুল ইসলাম (নয়াদিগন্ত), রাসেল হোসেন (ময়মনসিংহ প্রতিদিন ডটকম), সাইফুল ইসলাম তরফদার (জনবানী), প্রদীপ বিশ্বাস (সকালের সময়), ইমরান কবীর (সংগ্রাম), হাসনাতুল ইসলাম মিল্লাত (আজকের খবর), দেলোয়ার হোসেন (বাংলার নেত্র), রাশিদ আহামেদ (জাহান), জয়নাল আবেদীন (ঢাকা টাইমস), নজরুল ইসলাম জুয়েল (বাংলার সময়), অজয় সরকার (দেশকাল), এনামুল হক ছোটন (বর্তমান কথা), মফিদুল ইসলাম লাভলু (আজকের বসুন্ধরা), ফকরুল আকন্দসহ (মানবজমিন) ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।