ঢাকাSunday , 15 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘ফায়ার সার্ভিসের চাকরি ভাল না’ বলায় অভিমানে যুবকের বাড়ি ত্যাগ

Link Copied!

Fire-serviceফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারম্যান হিসেবে চাকুরিতে নিষেধ করায় অভিমানে এক যুবক গৃহ ত্যাগ করেছে। নিজের ইচ্ছের বিরুদ্ধে বোন জামাই (দুলা ভাই) নিষেধ করায় নিজেই বাড়ি ছাড়লেন। এমনি এক ঘটনা ঘটেছে ময়মনসিংহে।

জানাযায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাল মিয়ার ছেলে মনির হোসাইন চলতি বছরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ারম্যান হিসেবে ফিল্ড টেস্টে অংশ নেয়। যার সিরিয়াল হলো 15002761 ;।  ফিল্ড টেস্টের পর মনির হোসাইন বাড়িতে ফিরলে  তার বোন ও ভগ্নিপতিকে বেড়াতে আসেন দেখতে পায়। মনিরকে দেখা মাত্রই তেলে বেগুনে অকথ্য ভাষায় বলতে শুরু করেন যে, আগুন পানি নিয়ে খেলা বাদ দিয়ে বাড়ি ঘরের কাজে মনযোগ দাও। জীবনকে জীবন মনে করো………..। মনির সাথে সাথে ভগ্নিপতি রুবেল হাসানকে বলে যে, নিজের জীবনকে জীবন মনে করার পাশাপাশি অন্যের জীবন বাঁচাতে সহযোগীতা করাও একজন মানুষের দায়িত্ব। একথা বলতেই মনিরকে বাড়ি থেকে দৌড়ান দিয়ে বের করেন দুলাভাই। রাগে ও ক্ষোভে মনির বাড়ি ছেড়ে চলে যায়।

তার মা মজিদা খাতুন বলেন, “মেয়ের সংসারের দিকে চাইয়া কিছু কইতে পারতেছিনা। মনির প্রথম কয়দিন মোবাইল বন্দি রাখলে আরো আমার টেনশন হয়। ৪ দিন পরে মোবাইলে কল ঢুকলে আমার আত্মায় পানি আসে। আমার ছেলে মানুষের জন্য কাজ করতে চায় এটা শইন্যা আমার পরাণডা জুড়ায়া যায়। এখন কিছু কইতেও পারিনা সইতেও পারিনা।”

ফেসবুকে ঔএলাকার এক ছাত্র মনিরকে নিয়ে পোস্ট করেন যে, মনিরের মন দেখে আমাদের শিক্ষা নেয়া উচিত। মানুষের জীবন বাঁচাতে তার ত্যাগ অতুলনিয়। এই স্ট্যাটাস স্থানীয় সংবাদকর্মীদের চোখে পড়লে স্থানীয়ভাবে মনির প্রশংসিত হন। পরে এ প্রতিবেদক সরেজমিনে গেলে মনিরের দুলাভাইকে পান। তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে, বড় হইলে বুঝবে। ও (মনির) তো ছোট মানুষ। তাই শখ বেশি। আমিতো বুঝি। সংসারের কাজ করলে চাকরির চাইতে আরো ভালো করবে। আর আপনারা সাংবাদিকরা পারেনও পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা করতে।

উল্লেখ্য, মনির চলতি মাসে রারায়ণগঞ্জের রূপগঞ্জে ময়মনসিংহ থেকে একাএকাই ফিল্ড টেস্ট দিতে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।