সিরাজগঞ্জের কামাখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২ জনও রয়েছেন। ময়মনসিংহের বেগুনবাড়ী মাদরাসার শিক্ষক খালেদ মাহমুদ (২৭), ওই মাদরাসার ছাত্র নেত্রকোনা জেলার বাসিন্দা ইমরান হাসান (১৬), ময়মনসিংহের ইয়াসিন আরাফাত (১৫) ও ইলিয়াস হোসেন (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার (১৫ মার্চ) সকালে কামারখন্দের তালুকদার বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম।
ওসি শহীদ আলম জানান, শনিবার উত্তরা পরিবহন বাস রির্জাভ করে ময়মনসিংহের বেগুনবাড়ী মাদরাসার শিক্ষার্থীরা নওগাঁয় কোনো অনুষ্ঠান শেষ করে রিজার্ভ বাসযোগে ফিরছিলেন। তাদের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত হয়।। সেখান থেকে ফেরার পথে রোববার ভোরে ওই বাসটি ঘটনাস্থলে পৌঁছলে উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই খালেদ মাহমুদ ও ইমরান মারা যান। হাসপাতালে নেয়ার পরে সকাল ৮টার দিকে ওপর দুই ছাত্র মারা যান। দুর্ঘটনার পর চালকরা পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান চার শিক্ষার্থীর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।