করোনা ঝুঁকি এড়াতে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

BAU Logoমহামারী করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল অনুষদের শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সকল ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। রবিবার দুপুরে প্রশাসনকে জানিয়ে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানা যায়, দেশে করোনা ভাইরাস ধরা পরার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। এ ভাইরাস থেকে নিজের নিরাপদ রাখতে গণস্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন। গণস্বাক্ষরের প্রতিলিপি ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি অনুষদের ডিনের নিকট জমা দেওয়া হয়। এছাড়াও প্রতিটি অনুষদের সকল ক্লাসের প্রতিনিধিরা বিশ^বিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে প্রশাসনিকভবে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের দাবি জানান।

কৃষি অনুষদ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. শাহেদ হোসেন বলেন, করোনা ঝুঁকি এড়াতে শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আমরা করোনা ভাইরাসের বিষয়টি পর্যবেক্ষণ করছি। করোনা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। সরকারিভাবে নির্দেশনা পেলে প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।

Share this post

scroll to top