ময়মনসিংহের নান্দাইলে রবিবার সকালে রতন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেতাগৈর ইউনিয়নের চৈতনখালী এলাকায় একটি সবজি খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালক ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের কুলিয়ারচর গ্রামের মুনতাজ আলীর ছেলে।
জানা গেছে, রতন মিয়া ঈশ্বরগঞ্জের উপজেলা শহরে ভাড়ায় রিকশা চালাতেন। শনিবার বিকালে তিনি বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে ওই দিন রাতে আর বাড়ি ফিরেনি।
রবিবার সকালে রতনের পরিবার খবর পায় নান্দাইলের চৈতনখালি এলাকায় লাশ পড়ে আছে। পরে তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়ননাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।