মহাখালীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে একটি বহুতল ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। পরে স্থানীয়দের দেয়া খবরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করেছে। ভবনটি মোট নয়তলা এবং এর ৭ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বেলা পৌনে তিনটার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া খবরে একটি টহল গাড়িসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য মহাখালীর সংশ্লিষ্ট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অবশ্য তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Share this post

scroll to top