সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৪, আহত ১০

সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

নিহতরা হলেন- ইয়াসিন আরাফাত (২৭), ইলিয়াস হোসেন (২২), খালিদ মাহমুদ (২১) এবং ইমরান হাসান (১৪)। এরা সবাই ঢাকার তেজগাঁও উত্তর বেগুনবাড়ি ইসলামী মাদরাসার ছাত্র।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম জানান, নাটোরের মা এশায়ে খাদিজাতুল মহিলা মাদরাসার ইসলামী জালসা শেষে মাদরাসার ছাত্রবোঝাই ঢাকাগামী একটি বাস রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত এবং আরও অন্তত ১২ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং আহত ইলিয়াসকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায় বলে জানান আবাসিক চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। সূত্র: আরটিভি

Share this post

scroll to top