ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেনের ইঞ্জিনটি গফরগাঁওয়ে বিকল হয়ে পড়ে। প্রায় ৭৭ মিনিট বিলম্বে ট্রেনটি পুনঃরায় সচল হলে গন্তব্যে রওনা করে।
ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী ষ্টেশনের মধ্যবর্তী শীলা রেলব্রীজ এলাকায় ।
মশাখালী রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া মেইল ট্রেন কাওরাইদ ষ্টেশনে যাত্রা বিরতি দিয়ে ১২টা ৫৭ মিনিটে মশাখালী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। ১টা ১০ মিনিটে ট্রেনটির ইঞ্জিন শীলা রেলব্রীজ এলাকায় বিকল হয়ে পড়ে। চালকের দক্ষতায় ট্রেনটি মশাখালী ষ্টেশনে পৌছে । পরে চালক আবারো চেষ্টা করে ইঞ্জিনটি সচল করে ২টা ২৭ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। এতে যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।
মশাখালী ষ্টেশনের সহকারি ষ্টেশন মাস্টার মোয়াজ্জেম হোসেন বলেন,ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় ৭৭ মিনিট বিলম্বে ট্রেনটি পুনরায় যাত্রা করে।