ময়মনসিংহে বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরত ৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করে বলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মশিউর আলম।
কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা হচ্ছেন, গফরগাঁওয়ের দক্ষিণ কোরিয়া ফেরত ২ প্রবাসী, ফুলবাড়িয়া সৌদি ফেরত ২ প্রবাসী ও ময়মনসিংহ সদরে ইতালি ফেরত ৪ প্রবাসী।
সিভিল সার্জন ডা. এবিএম মশিউর আলম বলেন, বিদেশফেরত ৮ প্রবাসী পুরোপুরি সুস্থ আছেন। তারপরেও বাড়তি সতর্কতার জন্য তাদের স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।