মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালবাগ এলাকায় শনিবার সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম লিটন প্রামানিক (৩৫)।

লিটন উপজেলার গোপীনাথপুর গ্রামের আফসার প্রামানিকের ছেলে। তিনি গাজীপুর জেলার একটি পোশাক কারখানায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঝিটকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে বিপরীতগামী গাছবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে লিটন ঘটনাস্থলেই মারা যান ও অপর চার যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দু’জনকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও অপর দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মোশারফ।

Share this post

scroll to top