নেত্রকোনায় ইতালি ও চীন ফেরত চার জনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলে জোনিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। সেই সাথে তাদেরকে বাড়ির আলাদা কক্ষে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হচ্ছে কলমাকান্দায় চীন ফেরত ১ জন, দুর্গাপুরে ইতালি ফেরত ১জন, সদর উপজেলায় ইতালি ফেরত ২ জনসহ মোট ৪ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সার্বক্ষণিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের খোজ খবর রাখছেন। তবে হোম কোয়ারেনটাইনে থাকা সবাই ভাল আছেন বলে জানান সিভিল সার্জন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার পাল জানান, নেত্রকোণার দশটি উপজেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাক্স সরবারহসহ করোনা সংক্রামক রোগীর চিকিৎসা দিতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।