করোনা আতঙ্ক ছড়ানোয় প্রকৌশলী আটক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে আবু বকর রেজা নামের এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী থেকে তাকে আটক করা হয়। আটক রেজা সাতকানিয়া পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার পুলিশ পরির্দশক শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

পুলিশ জানায়, শুক্রবার প্রকৌশলী আবু বকর তার ফেসবুক একাউন্ট থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত’ উল্লেখ করে একটি পোস্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনা আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ।

ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, ‘আটক প্রকৌশলীর বিরুদ্ধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন লোকমুখে শুনে তিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছিলেন বলে জানিয়েছেন।

Share this post

scroll to top