ময়মনসিংহে পিকনিকের বাসে যুবক খুন

ময়মনসিংহের ত্রিশালে পিকনিকের বাসে রফিকুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত যুবকের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামে। তিনি ওরিয়ন ফ্যাশন নামে ঢাকায় একটি কারখানার কর্মী ছিলেন।  

পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকা থেকে ৭টি বাসে করে ওরিয়ন ফ্যাশনের কর্মকর্তা-কর্মচারীরা ময়মনসিংহের ত্রিশালের বইলর এলাকার গ্রিন ভিলেজ পার্কে পিকনিকে আসে। সবাই পার্কে প্রবেশ করলে বাসগুলো রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। দুপুরের দিকে এক নারী কর্মী জরুরি প্রয়োজনে পিকনিকের ২ নাম্বার বাসে আসলে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে গার্মেন্টসের কর্মকর্তারা এসে চারজন কর্মীকে দিয়ে মরদেহ ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে পিকনিকের সব গাড়ি নিয়ে দ্রুত ঢাকায় চলে যায়।

এদিকে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ব্যক্তিগত বিরোধের জেরে খালি বাসে তার বা দড়ি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র: সময়টিভি

Share this post

scroll to top