নিখোঁজ সাংবাদিক কাজলকে ফেরত চায় পরিবার : সাংবাদিকদের উদ্বেগ

kajolনিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চায় তার পরিবার। শুক্রবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তার ছেলে মনোরম পলক। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জড়ানোর একদিন পর নিখোঁজ হন দৈনিক পক্ষকাল পত্রিকার সম্পাদক শফিকুল ইসলাম কাজল। মামলার ৩২ আসামির মধ্যে তিনি একজন। এ ঘটনায় বুধবার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন।

মনোরম পলক বলেন, ‘আমার বাবা গত ১০ মার্চ দুপুর তিনটায় বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি আমাদের। বাবার সঙ্গে তার এক সহকর্মী মুজাহিদদের সর্বশেষ দেখা হয় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে,হাতিরপুল বাজারে। রাত ১১টা পর্যন্ত অপেক্ষার পরও যখন তিনি বাসায় ফেরেননি, তখন আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ওই সময় থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ পাই।’

কাজলের ছেলে বলেন, ‘আমাদের জানা মতে, বাবাকে কেউ কখনও হুমকি দেয়নি। কিন্তু তিনি কী কারণে এখনও নিখোঁজ বুঝতে পারছি না। তিনি আমাদের ছাড়া  রাতে কখনও কোথাও থাকেননি।’

নিখোঁজ শফিকুল ইসলাম কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি— আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয়। বর্তমান প্রযুক্তির যুগে তাকে খুঁজে বের করা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে কোনও বিষয় না।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ‘এ রাষ্ট্রের কোনও নাগরিকই নিখোঁজ হয়ে যেতে পারে না। কেউ নিখোঁজ হলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, তাকে খুঁজে বের করে সুস্থ শরীরে তার পরিবারের কাছে ফেরত দেওয়া।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ‍ও যুগ্ন সম্পাদক খায়রুল আলম।
বাবাকে খুঁজে না পেয়ে ১১ মার্চ বিকালে চকবাজার থানায় আমরা জিডি করেছি বলেও জানান মনোরম পলক।

Share this post

scroll to top