কিশোরগঞ্জে ট্রাকচাপায় তিন যুবকের মৃত্যু

ট্রাক চাপাকিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পিরিজপুর গ্রামের রাকিব, একই এলাকার নূর আমিন ও কিশোরগঞ্জ সদর উপজেরার পুলেরঘাট মতলবপুর গ্রামের নয়ন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, দুপুরে ভৈরব থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Share this post

scroll to top