টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন ‘প্রতিভা ছাত্র সংগঠন’ ৯ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ভবনের তৃতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসলাম হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুরের সভাপতি মির্জা মহীউদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাবু নিখিল চন্দ্র বসাক, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, আব্দুল বাছেদ, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা হাসান ছারোয়ার তালুকদার লাভলু, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংবাদিক অভিজিৎ ঘোষ।অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। এতে সংগঠনের বর্তমান সক্রিয় প্রায় ৫০ জন সদস্য এবং কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।