ময়মনসিংহের ভালুকা উপজেলায় আগুন চার দোকান ও ২০ ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার রাতে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার রহিম উদ্দিন ও আলিম উদ্দিনের দোকান থেকে প্রথমে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে চারটি দোকান ও ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
ভালুকা ফায়ার সার্ভিস অফিস খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ফায়ারম্যান লিডার শাহজাদা জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।