অবসরে গেলেন বিএসএমএমইউর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান

কামরুল হাসানঅবসরে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। অবসরের আগ পর্যন্ত তিনি বিএসএমএমইউর প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বুধবার (১১ মার্চ) প্যাথলজি বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অধ্যাপক ডা. কামরুল হাসান ১৯৫৫ সালের ১২ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল থানার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন এবং টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি, ১৯৭৪ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি ও ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯৪ সালে সাবেক আইপিজিএমঅ্যান্ডআর (বর্তমানে বিএসএমএমইউ) থেকে প্যাথলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন।

Share this post

scroll to top