করোনার প্রকোপে মঙ্গলবারে ইতালিতে একদিনে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে করোনা সংক্রমণের পর এটিই সর্বোচ্চ রেকর্ড।
মাত্র দুই সপ্তাহে পুরো ইতালিতে এ পর্যন্ত ৬৩১ জন মারা গেছে এবং ১০,১৪৯ জন আক্রান্ত হয়েছে। এদের মাঝে ১০০৪ জন আবার সুস্থও হয়ে গেছেন।
ইতালির উত্তরাঞ্চলেই করোনার প্রকোপ বেশী। এই অঞ্চলে ৪৩৮ জন মারা গেছে।
ইতালি সরকার এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত জনসমাগম, সিনেমা হল, পর্যটন স্থান ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।প্রতিবেশী দেশ অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া মঙ্গলবারই ইতালির সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
বিভিন্ন হাসপাতালে শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় ইতালির স্বাস্থ্যকর্মীরা এত বড় আঁকারের সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে।
ইতালির পুরো দেশ জুড়েই এখন কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে। জনগণ খুব জরুরি দরকার ছাড়া বের হচ্ছেনা।