বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০১১

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মঙ্গলবার মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। চীনে নতুন করে মারা গেছে আরো ১৭ জন। খবর এএফপি’র।

বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১০ হাজার ছাড়িয়ে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০১১ জন। এই মহামারির কারণে ভ্রমণ, সম্মেলন, ক্রীড়া অনুষ্ঠানাদি সমস্তই বাতিল হয়েছে।তবে চীনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মহামারীর প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। যা দেশটির ভাইরাস মোকাবিলায় গৃহীত ব্যবস্থার কার্যকরিতার ইঙ্গিত দিচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, মঙ্গলবার সেখানে মাত্র ১৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে, গত ১৯ জানুয়ারি থেকে প্রকাশিত হিসাবে এই সংখ্যা সবচেয়ে কম। আক্রান্তদের মধ্যে দুজন বাদে সকলেই উহানের এবং দুইজন বিদেশ থেকে আক্রান্ত হয়ে দেশে এসেছে।চীনে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩,১৩৬ জন, দেশব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৮০,৭৫০ জনের বেশী। সূত্র : বাসস

Share this post