বিএনপির কার্যালয়ে মনোনয়ন ফরম তোলার প্রত্যাশী শান্তিপূর্ণ সমর্থকদের উপর উস্কানীমূলকভাবে পুলিশী হামলা, বেপরোয়া লাঠিচার্জ- টিয়ার গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন,এ হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা।
বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়, ইডেন কমপ্লেক্স, ২/১-এ, আরামবাগ, মতিঝিলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়কারী বরকতউল্লাহ বুলু।
সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, মমিনুল ইসলাম, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, শাহ মোঃ বাদল, মোঃ নূরুল হুদা মিলু চৌধুরী, হাবিবুর রহমান, গোলাম মাওলা চৌধুরী।
এদিকে অপর এক প্রস্তাবে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর ও প্রচার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।