নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় রোগীদের চিকিৎসায় প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়। ময়মনসিংহে ১৬০টি শয্যা প্রস্তুতির পাশাপাশি উপজেলাগুলোয় চালু হয়েছে পাঁচটি করে শয্যা।
মেডিক্যাল কলেজ হাসপাতালের আওতায় ৬০ শয্যার তিনটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। আর গুরুতরদের আরো উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য শহর থেকে কিছুটা দূরে চরাঞ্চলের পরানগঞ্জ হাসপাতালে ১০০ শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।