কৃষির সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন গবেষণা প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে বাকৃবির গবেষণা প্রকল্প কৃষি সেক্টরের উন্নয়নে মাইলফলক অর্জন করেছে। কিন্তু এসব গবেষণা প্রযুক্তি মাঠ পর্যায়ের সকল কৃষকদের হাতে না পৌঁছানোই তা থেকে কৃষকরা তেমন লাভবান হচ্ছেন না। বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) চলমান গবেষণাগুলোর সার্বিক পরিচালনা করলেও তা সম্প্রসারণে জোর দিতে পারছে না। সম্প্রসারণে প্রয়োজন আলাদা নজরদারি। তাই শিক্ষা মন্ত্রণালয় যদি শুধু গবেষণায় অর্থায়ন না করে তা সম্প্রসারণে আলাদা অর্থায়ন করে তবে বাউরেস সম্প্রসারণেও জোর দিতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাকৃবিতে চলমান দুই ও তিন বছর মেয়াদি ৬৪টি গবেষণা প্রকল্পের মনিটরিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। সোমবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই কর্মশালাটির আয়োজন করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে চলমান ৬৪টি গবেষণা প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পর্যবেক্ষণে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের ২০জনের একটি পরিদর্শক দল। দুইদিব্যাপী এই কর্মশালায় প্রতিদিন তিনটি করে মোট ছয়টি সেশনে প্রকল্পের প্রধান গবেষকগণ গবেষণার অগ্রগতি উপস্থাপন করবেন ।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, শিক্ষামন্ত্রণালয়ের প্রাথমিকভাবে গবেষণা প্রকল্প বাছাই কমিটির সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ ও সদস্য সচিব অধ্যাপক মো. আবদুল ওয়াহাব ভ‚ঞা । এছাড়াও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষণা কাজে যুক্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।