ময়মনসিংহের জামায়াতের ৩ নেতাকর্মী আটক

Arrestময়মনসিংহের গৌরীপুর উপজেলা জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  সোমবার (৯ মার্চ) দুপুরে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান। এর আগে রোববার (৮ মার্চ) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাবেক উপজেলা আমীর আবু বকর সিদ্দিক (৬৮), জামায়াতকর্মী মোসলেম উদ্দিন (৩২) ও তার ভাই মোতালেব হোসেন (২৮)। বোরহান উদ্দিন জানান, রোববার দিনগত রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সিংজানি গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের বই ও লিফলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share this post

scroll to top