বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন ময়মনসিংহের হুসনে আরা শিখা

Hosne-Ara-Shikhaবাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন হুসনে আরা শিখা। এর আগে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক পদে ছিলেন। ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়।

হুসনেআরা শিখা ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফার্মেসী বিভাগ হতে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) করেন। তাছাড়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান  হতে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, হিউমান রিসোর্সেস ডিপার্টমেন্টসহ বিশ্বব্যাংক অর্থসহায়তাপুষ্ট প্রকল্প সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট,  ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ইনভেস্টমেন্ট প্রমোশন ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি প্রজেক্ট এ দায়িত্ব পালন করেন।

তিনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বের জন্য রূপালি ব্যাংক পুরস্কার ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (গোল্ড মেডেল) লাভ করেন।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে দাপ্তরিক প্রশিক্ষণ,সেমিনার, সিম্পোজিয়ামে যোগদানের উদ্দেশ্যে তিনি ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, প্যারিস, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। হুসনে আরা শিখা ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভায়াবহ গ্রামে জন্মগ্রহণ করেন।

Share this post

scroll to top