ময়মনসিংহ মেডিকেলে করোনাভাইরাস শনাক্তের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার। তিনি বলেন আমাদের কাছে করোনাভাইরাস পরীক্ষার কোনো উপকরণ নেই। যদি এ ধরনের কোনো রোগী পাওয়া যায়, তবে পরীক্ষার জন্য মহাপরিচালকের কার্যালোয় থেকে সরঞ্জাম আনতে হবে।’
এমনকি নোভেল করোনা ভাইরাস অক্রান্ত হলে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে, সে ধরনের কোনো দিক নির্দেশনা রাখা হয়নি হাসপাতালটিতে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন জানান, করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া গেলে তাকে ময়মনসিংহ নগরীতে অবস্থিত সূর্যকান্ত (এসকে) হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। সে জন্য সেখানে ২০টি শয্যা সংরক্ষণ করা হয়েছে।