মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দু’ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে চার-ছক্কা দিয়ে রানের খাতা খুলল টাইগাররা। ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা লিটন কুমার দাস হাঁকিয়েছেন ২টি ছক্কা ও ৪টি চার। অপর দিকে তামিম ইকবাল মেরেছেন ২টি চার ও ১টি ছয়।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে কোনা উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৮। তামিম ২১ রানে ও লিটন দাস ২৬ রানে অপাজিত আছেন।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট করার প্রত্যয় মাহমুদুল্লাহদের। অপরদিয়ে টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করতে মরিয়া সফরকারী জিম্বাবুয়ে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম। অলরাউন্ডার সাইফউদ্দিনও খেলবেন।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ :
তিনাশে কামুন হুকামুয়ে, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), উইসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড টিরিপানো, চার্ল মুম্বা ও চার্ল্টন শুমা।