স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সুমন নামে এক যুবক নিহত হয়। পুলিশের দাবি নিহত সুমন মাদক ব্যবসায়ি। সে সদর উপজেলার চরকালিবাড়ি লোকনাথ মন্দির সংলগ্ন সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, মঙ্গলবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার দুইটি টিম কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে গেলে গোপন সূত্রে খবর পায় যে, সদর উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের পুলিয়ামারী শাইখ সিরাজ রোডের মাথায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। রাত পৌনে একটার দিকে ডিবি’র দুইটি টিম ঘটনাস্থলে পৌছলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল মারতে থাকে। পরে পুলিশও গুলি করে। এতে মাদক ব্যবসায়ী সুমন গুলিবিদ্ধ হলে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসীসহ বেশ কিছু মামলা রয়েছে।