জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। ৭মার্চের প্রথম প্রহরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পতাকা স্ট্যান্ডে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানেই বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিনসহ অন্যান্যরা। এরপর একে একে পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীল দল, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ, তৃতীয় ও চতুর্থশ্রেণীর কর্মচারী পরিষদ। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের নিচতলায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন। এছাড়া আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক জাকিবুল হাসান রনি।