টঙ্গী রেলওয়ে জংশন প্লাটফর্মে শুক্রবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম রাকিবুল ইসলাম (২৫)। তিনি শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে আন্তঃনগর ‘সোনার বাংলা’ ট্রেনে ঢাকা যাওয়ার পথে টঙ্গী স্টেশনে ছিনতাইকারীর হাতে নিহত হন।
নিহত রাকিবুলের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে। তিনি এলিট পেইেন্টের চট্টগ্রামের কর্পোরাল সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
টঙ্গী পূর্ব থানার ওসি জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে রাকিবুলের মোবাইল বা মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় রাকিবুল তৎক্ষণিক ট্রেন থেকে নেমে দৌড়ে ছিনতাইকারীকে প্লাটফর্মের কাছে নতুন বাজার সিগনাল এলাকায় ধরে ফেলেন।
ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী রাকিবুলের পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। ততক্ষণে ট্রেনটি ছেড়ে দেয়ায় রাকিবুলের সহকর্মীরা তার সহযোগিতায় এগিয়ে আসতে পারেননি। পরে স্টেশনের লোকজন রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর সোনার বাংলা ট্রেনটি অপারেশনাল বিরতির জন্য রাত ১০টা ৫ মিনিটে টঙ্গী স্টেশনে থামে। টঙ্গী স্টেশনে ট্রেনটির প্রায় ১০ মিনিটের বিরতিকালে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার সময় রেলওয়ে পুলিশ প্লাটফর্মে ছিল না বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ব্যাপারে এলিট পেইন্টের চট্টগ্রাম কর্পোরাল অফিসের আরেক কর্মকর্তা আকবর হোসেন মোবাইল ফোনে জানান, আজকে শনিবার ঢাকার অফিসে একটি মিটিংয়ে যোগ দিতে আমরা ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। আমি পেছনের অন্য একটি বগিতে ছিলাম। সহকর্মী রাকিবুলকে উদ্ধারের জন্য অন্য সহকর্মীরা বিমানবন্দর স্টেশনে নেমেই টঙ্গীতে ফিরে যান। কিন্তু তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। জিআরপি পুলিশ রাকিবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।