২১ বছরের রেকর্ড ভাঙলেন লিটন-তামিম

২১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ যেন রেকর্ডে রাঙিয়ে রাখতে চাইছেন তার সতীর্থরা।

একই সিরিজে দুটি ‍সেঞ্চুরি করেছেন লিটন দাস। অপরদিকে তামিম ইকবাল করেছেন নিজের ক্যরিয়ারের সর্বোচ্চ এবং বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবার চেয়ে বেশি ১৫৮ রান। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে তিনশ’র ওপরে স্কোর গড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে ১৬৯ রানের জয় টাইগারদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রানের জয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ।

দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে রান সংগ্রহের ক্ষেত্রে ২১ বছরের রেকর্ড ভেঙেছেন। ১৯৯৯ সালে টাইগারদের দুই ওপেনার শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেন করেছিলেন সর্বোচ্চ ১৭০ রানের ওপেনিং জুটি।

২১ বছর পর এসে সিনিয়র ক্রিকেটারদের সেই রেকর্ড ভেঙে ফেললেন তামিম ও লিটন। শন উইলিয়ামসের করা ইনিংসের ৩৩তম ওভারের প্রথম বলেই চার মেরে ওপেনিং পার্টনারশিপে রান সংগ্রহের রেকর্ডটা নিজেদের করে নিয়েছেন লিটন-তামিম।

এদিকে এই সিরিজে দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। তার সেঞ্চুরির পরই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে বিনা উইকেটে ১৮২ রান। লিটন ১০২ এবং তামিম ৭৯ রানে অপরাজিত আছেন।

Share this post

scroll to top