নড়াইল -২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইতোমধ্যেই তিনি দলটি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে নির্বাচনী লড়াইয়ের আগে মাশরাফির সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছেন নিজ দলেরই ১৫ নেতা। অর্থাৎ ওই আসন থেকে মাশরাফি ছাড়াও আরো ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তাদের বিরুদ্ধে মনোনয়ন লড়াইয়ে জিতেই মাশরাফিকে নামতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটযুদ্ধে। অবশ্য মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগের হাইকমান্ড।
নড়াইল-২ আসন থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে বেশির ভাগই জেলা আওয়ামী লীগের নেতা। কেউ কেউ আছেন কেন্দ্রিয় বিভিন্ন কমিটি ও উপ-কমিটি পর্যায়ের নেতা। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, এসএম আসিফুর রহমান বাপ্পী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে.কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য শেখ মো. আমিনুর রহমান হিমু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতান শর্মী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. রাশিদুল বাশার ডলার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এস কে আবু বাকের, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নূরুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল ও আওয়ামী লীগ নেতা মো. সুজন রহমান।
মাশরাফির বাবা গোলাম মুর্তজা সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মাশরাফি।